Single Notice View

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রী পাস কোর্সে ভর্তি ১৫ নভেম্বর থেকে শুরু।

Published By: | Published on: 11/12/2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রী পাস(বি.এ, বি.এস.এস, বি.বি.এস এবং বি.এসসি)কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ১৫/১১/২০১৫ ইংরেজী বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৫/১২/২০১৫ ইংরেজী রাত ১২টা পর্যন্ত চলবে। যেসমস্ত ছাত্র-ছাত্রীরা অনলাইনে কলেজে আবেদন করবে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির নির্ধারিত ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) এ গিয়ে আবেদন করতে হবে। শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রী পাস কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধাতালিকা প্রণয়ন করা হবে। ৩ জানুয়ারী ২০১৬ থেকে ক্লাস শুরু হবে।